1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

জননিরাপত্তায় কুমিল্লা হাইওয়েতে অতিরিক্ত ২৫০ পুলিশ সদস্য মোতায়েন

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ডাকাতি প্রতিরোধসহ চলতি রমজান এবং আসন্ন ঈদে মানুষের নিরাপদ গমন এবং যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অতিরিক্ত ২৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

গতকাল সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামের বারআউলিয়া থানা পর্যন্ত ২২টি থানায় অতিরিক্ত এসব পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের দায়িত্ব পালন করা অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে বিশেষ করে রাতের বেলা নিরাপত্তা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত রাখতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অতিরিক্ত এসব পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তল্লাশি চৌকিসহ টহল জোরদার করা হয়েছে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতের আতঙ্ক বেড়েছে। গত ২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চ রাতে মহাসড়কের চৌদ্দগ্রামের ফাল্গুন করা এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। যা নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এসব ঘটনার পর প্রশাসন নড়েচড়ে বসে। এ ঘটনায় গত শনিবার (২ মার্চ) মিয়ার বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলামকে নিযুক্ত করা হয়। আগে ওই হাইওয়ে থানা অংশে পুলিশের দুটি টহল দল কাজ করলেও তা বাড়িয়ে ৫টিতে বৃদ্ধি করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট