1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

জনসমক্ষে সাইফ : ভক্তদের জানালেন মনের কথা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ছুরিকাঘাতের ঘটনার পর প্রথমবার জনসমক্ষে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সেখানে যোগ দেওয়ার আনন্দ ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘জুয়েল থিফ’ সিনেমায় সাইফ ও জয়দীপ আহলাওয়াতকে প্রধান ভূমিকায় দেখা যাবে। আর অনুষ্ঠানে যোগ দিয়ে সিনেমাটির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাইফ।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিনেতা এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ দীর্ঘদিন থেকে এই সিনেমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন। মঞ্চে উঠে হেসে সাইফ প্রথমেই বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকতে পেরে আজ খুবই ভালো লাগছে।’

সহ অভিনেতা জয়দীপও সাইফের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। তার কথায়, ‘এটা আমার অনেকদিনের স্বপ্নপূরণ। সাইফের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, এটা একটা অসাধারণ সিনেমা। আমি ভীষণই এক্সাইটেড।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি বান্দ্রার বাড়িতে ডাকাতির সময় সাইফের উপর ছুরিকাঘাত করা হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারও হয়েছে অভিনেতার। ঘটনার পাঁচ দিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট