1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) জেলার আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুর হালিম। তিনি বলেন, আগামী নির্বাচনে ছাত্র ও জনতার ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। দ্বীন ও দেশের কল্যাণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। আমাদের সংগঠনের কোনো নেতা টাকায় বিক্রি হয় না। আমরা আদর্শের জন্য কাজ করি।

 

সম্মেলনের সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আমীর জনাব ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, ইসলামের দাওয়াত জয়পুরহাটের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আগামীতে জেলার প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানাই।

 

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, অ্যাডভোকেট আসলাম হোসেন, রাশেদুল আলম সবুজ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা ইমরান হোসেন, মাওলানা ডা. সুজাউল করিম, মাওলানা মুনসুর রহমান, মাওলানা শফিউল হাসান দিপু এবং মাওলানা আমিনুল ইসলাম।

 

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ইউনিট সভাপতিগণ অংশগ্রহণ করেন। বক্তারা সকলকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট