1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে বিতর্কিত ভূমিকা পালনকারী পুলিশ কর্মকর্তাদের শাস্তির বদলে পদোন্নতি দেওয়ার অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। সেই সাথে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে পুলিশের সখ্যতা ও মামলার আসামিদের দ্রুত জামিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে তারা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী জেলা শহরের জিরো পয়েন্ট-পাঁচুর মোড়, পুলিশ সুপার (এসপি) ও আইনজীবী সমিতি চত্বরে এ কর্মসূচি      করা হয়েছে। জিরো পয়েন্ট-পাঁচুর মোড়ে অবস্থান কর্মসূচির সময় শহরের প্রধান সড়কের দুই পাশে প্রায় ৪৫ মিনিট যানবাহন আটকে থাকে। এতে প্রধান সড়কের যানজটের সৃষ্টি হয়। ওই সড়কে চলাচলকারী লোকজন ও যানবাহনের দুর্ভোগের শিকার হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা বেলা ১১টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এসে জড়ো হন। সেখান থেকে সোয়া ১১টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাটার মোড়ে যান। সেখান থেকে ফিরে শহরের জিরো পয়েন্ট-পাঁচুর মোড়ে এসে অবস্থান নেন। সেখানে শিক্ষার্থীরা প্রায় আধাঘণ্টা অবস্থান করেন। এসময় শহরের প্রধান সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে। এতে লোকজন ভোগান্তিতে পড়েন।

পাঁচুর মোড়ে অবস্থান কর্মসূচির সময় ছাত্র প্রতিনিধি কেএম সাজিন, নিয়ামুর রহমান নিবিড়, এহসানুল নাহিদ, সুলতানুল আরেফিন বক্তব্য দেন। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জয়পুরহাটে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা ও ছাত্রদের খুনিদের দ্রুত জামিন দেওয়া নিয়ে প্রশ্ন তুলে করে বক্তব্য দিয়ে নয় দফা দাবি পেশ করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসপি কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করেন। সেখান থেকে তারা আদালতের আইনজীবী সমিতিতে যান।

এ কর্মসূচিতে তারা বিভিন্ন লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা; সাহস থেকে সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি। এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নানা স্লোগান দেন।

পাঁচুর মোড়ে অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে ছাত্র প্রতিনিধি নিয়ামুর রহমান নিবিড় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিবির ওসি, ডিআইও-১ বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন। তাদের শাস্তির আওতায় না এনে উল্টো জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানার ওসি করা হয় কীভাবে? যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে আমাদের ভাই শহীদ হয়েছেন। সেই আওয়ামী লীগের দোসরদের সঙ্গে এখনো যোগাযোগ রক্ষা করে চলছে।

ছাত্র প্রতিনিধি কে এম সাজিন বলেন, জুলাই-আগস্টের বিপ্লব নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। খুনিরা সহজেই জামিন পায় কীভাবে? খুনিরা সবাই আওয়ামী লীগের সন্ত্রাসী। তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা পুলিশ লীগ চাই না। আপনারা (পুলিশ) গোলামি বন্ধ করেন।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, আমি তখন সরকারি দায়িত্ব পালন করেছি, এখনও সরকারি দায়িত্ব পালন করছি। শিক্ষার্থীরা কেন আমার বিরুদ্ধে কথা বললেন সেটা বুঝতে পারছি না।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ডিআইও-১ এর নেতৃত্বে কিভাবে হয়? এটি আমি বুঝতে পারছি না। এ ব্যাপারে আমার বক্তব্য নেই।

জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব ঢাকা পোস্টকে বলেন, ওই সময় কোনো গুলি করে থাকলে, তার কোনো প্রমাণ থাকলে আমাকে দেখাবেন। আর এ বিষয় নিয়ে তারা আমার সাথে আগে আলোচনা করতে পারতো। কিন্তু তারা কোনো বিষয়ে বলে নাই। যেহেতু আপনি এখানকার সাংবাদিক আপনার কাছে কিছু ভিডিও থেকে থাকলে দেখাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট