1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

জলমগ্ন স্থানে গিয়ে জনগণকে সচেতন হতে বললেন চসিক মেয়র

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সবগুলো সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং  জনগণকে সচেতন করতে হবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৮ জুলাই) চট্টগ্রাম নগরের চকবাজার, কাতালগঞ্জ, জিইসি, পাঁচলাইশ, ওয়াসা, বাকলিয়া ও লালখানবাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র। এসময় জলাবদ্ধতা সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মেয়র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ভোগান্তির কথা শোনেন এবং বলেন, জলাবদ্ধতা চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের সমস্যা। কাতালগঞ্জ রোডের পানি নিষ্কাশন ব্যবস্থায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি অবিলম্বে ড্রেনেজ সিস্টেম সংস্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করতে হবে। শুধু সাময়িক নয়, আমরা স্থায়ী সমাধানের দিকেই যাচ্ছি। নগরবাসীর দুর্ভোগ লাঘবে চসিক সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

বিল্ডিং কোড না মেনে স্থাপনা নির্মাণ নগরীর জলাবদ্ধতা অন্যতম কারণ মন্তব্য করে তিনি বলেন, আমি সরেজমিনে পরিদর্শনকালে দেখেছি বেশ কিছু ভবন নির্মাণে বিল্ডিং কোডগুলো তারা মানেনি। এ বিষয়ে আমি সিডিএর সঙ্গে  কথা বলব এবং তাদেরকে বলব বিল্ডিং কোড না মেনে নালা দখল করে গড়া স্থাপনাগুলো   ভাঙতে। ভেঙ্গে কমপ্লিটলি যাতে ময়লাগুলো ক্লিন করা যায়। এটা আমাদের করতে হবে। কারণ প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালালাগুলো আমাদের ক্লিন রাখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পরট্যান্ট।

কিছু এলাকায় পানি উঠছে তবে পানি আমি যতদূর দেখছি যে আগের মত যেভাবে সারাদিন পানি জমে থাকতো এটা থাকছে না। এটা দেড় দুই ঘণ্টা বৃষ্টি বন্ধ হওয়ার পর পরে পানিটা চলে যাচ্ছে। তারপরেও আমি চাচ্ছি যে এখানে যে সার্ভিস ড্রেনগুলো আছে  সেগুলো আমরা ক্লিন রাখবো। আমি এটা সরজমিনে দেখেছি আজকে।  আমার যে প্যানেল এক্সপার্ট আছে তারাও আসবে। এসে এই কাজটা আমরা দ্রুত শুরু করব।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট