
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) সন্ধ্যার পর জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন (৫০) ওই ইউনিয়নের গাড়াকুল এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (সোমবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।