শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণনগর গ্রামে রিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিমা আক্তার চরধূপুড়িয়া গ্রামের মতি মোল্লার মেয়ে। প্রায় এক দশক আগে তার বিয়ে হয় ছোট কৃষ্ণনগরের নাসির মাদবরের সঙ্গে। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মাত্র ৭ দিন আগে নাসির মাদবর সৌদি আরব থেকে দেশে ফেরেন। আজ দুপুরে তিনি বাজারে যাওয়ার সময় স্ত্রী রিমা আক্তারকে বাড়িতে রেখে যান। বাজার শেষে ফিরে এসে স্ত্রীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বসতঘরের পাটাতনের উপরে চালার সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে পুলিশকে খবর দিলে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পরিবার ও স্থানীয়রা। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply