জাতীয়তাবাদী আদর্শে গণতান্ত্রিক প্ল্যাটফর্ম "দেশে-দশে" খুব শীঘ্রই আত্মপ্রকাশ আব্দুস সালাম ভূঁইয়াঃজাতীয়তাবাদ একটি চেতনা।বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার গণতন্ত্রের প্রবর্তক হিসাবে এদেশের সচেতন শিক্ষিত সৎ, আদর্শ লক্ষ কোটি মানুষের মনে চির স্মরণীয় হয়ে আছেন এবং এদেশের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নিপীড়িত নির্যাতিত কৃষক শ্রমিক, মুজুর ও মেহনতি মানুষের অধিকার আদায়ে দেশী-বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা জীবন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে রাজনৈতিক গুরু হিসেবে স্বীকৃতি লাভ করেছেন যেখানে ছিল না কোন ভোগ বিলাস,ক্ষমতার দাপট বা পদ পদবীর লোভ ।
এদেশের গণতন্ত্রকামী সৎ আদর্শ ও যোগ্য বড় একটা সংখ্যা তরুণ সমাজ এখনো শত ইচ্ছা থাকার সত্ত্বেও সমাজে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে সমাজ ও মানুষের কল্যাণ নিজেদেরকে পুরাপুরি সম্পৃক্ত করতে পারেনি ।
তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনীতিকে অনুসরণ করে আধুনিক ও আত্মমর্যাদাসম্পন্ন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্রকামী যুব সমাজকে সাথে নিয়ে ধর্ম, বর্ণ,শ্রেণী ভেদাভেদের ঊর্ধে ওঠে সকল মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত জনাব আব্দুস সালাম ভূঁইয়ার আহব্বানে শহীদ জিয়ার প্রকৃত সৈনিকেরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে উদার গণতান্ত্রিক সমাজ নির্মাণে "দেশে-দশে গণতান্ত্রিক সংগ্রাম" নামে একটি সামাজিক ও গণতান্ত্রিক প্ল্যাটফর্ম খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে।উক্ত প্লাটফর্মের(দেশে-দশে) মূল প্রতিপাদ্য হলো :
"দেশের জন্য করব কাজ
দশে মিলে শপথ আজ"। লেখকঃজাতীয়তাবাদী আদর্শে গণতান্ত্রিক প্ল্যাটফর্ম "দেশে-দশে" খুব শীঘ্রই আত্মপ্রকাশ।
লেখক:আব্দুস সালাম ভূঁইয়া
(মানবাধিকার ও সমাজকর্মী এবং একটিভিস্ট)