বাই পেয়ে সেমিফাইনালে উঠেছিলেন জিনাত ফেরদৌস। শেষ চারের লড়াইয়ে তার কাছে পাত্তা পায়নি প্রতিপক্ষ আয়শা খাতুন। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার লড়েই ফাইনাল নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার।
৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে জিনাতের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিতে এলেও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে আগেই অভিষেক হয়েছে জিনাতের।
দক্ষিণ আফ্রিকার ডারবানে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে এবং পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিংয়ে স্বর্ণপদক জেতেন জিনাত। পোল্যান্ডে আরেকটি আন্তর্জাতিক আসরে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসেও লাল-সবুজের হয়ে অংশ নেন আমেরিকা প্রবাসী এই বক্সার।
Leave a Reply