জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬৭ কর্মচারীদের সন্তানদের পোষ্য শিক্ষাবৃত্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৪–২৫ অর্থবছরে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে ২৩০ জন শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেন। প্রয়োজনীয় শর্ত পূরণ করায় তাদের মধ্য থেকে ১৬৭ জনকে এই শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত করা হয়।
রোববার (২৭ জুলাই) দুপুর ১২টায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থের চেক তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ শিক্ষার্থীদের হাতে এসব চেক তুলে দেন।
প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। আগামী অর্থবছর থেকে পোষ্য শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হবে। এ ধরনের শিক্ষাবৃত্তি কর্মচারীদের সন্তানদের শিক্ষাজীবনে সহায়ক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, এবার চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ১১৫ জন শিক্ষার্থী পেয়েছেন ৯ হাজার টাকা করে। একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং সমমানের ৩০ জন শিক্ষার্থী পেয়েছেন ১২ হাজার টাকা করে। ডিগ্রি, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, মেডিকেল ও প্রকৌশলসহ সমমানের ২১ জন শিক্ষার্থী পেয়েছেন ১৫ হাজার টাকা করে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন একজন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা।