1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

জাপানের কিছু উপকূল ও ফিলিপাইনে নামিয়ে ফেলা হলো সুনামির সর্বোচ্চ সতর্কতা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

রাশিয়ায় শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন, কলম্বিয়াসহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।

তবে শক্তিশালী সুনামি আঘাত হানার কোনো সম্ভাবনা না থাকায় ফিলিপাইন ও জাপানের কিছু অংশে সর্বোচ্চ সতর্কতা নামিয়ে ফেলা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা কান্তো থেকে ওয়াকায়ামা উপকূল পর্যন্ত সুনামির সর্বোচ্চ সতর্কতা নামিয়ে এখন শুধুমাত্র সতর্কতা দিয়েছে। তবে হোকাইদো এবং তোহোকু পর্যন্ত এখনো সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রয়েছে।

অপরদিকে ফিলিপাইন তাদের উপকূলীয় অঞ্চলে সুনামির যে সতর্কতা জারি করেছিল সেটি পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে।

এক বিবৃতিতে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আগ্নেয়গিরি এবং ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট বলেছে, সাগরে বড় ধরনের অস্বাভাবিক কোনো কিছু পরিলক্ষিত হয়নি। ছোট যে ধরনের ইঙ্গিত দেখা গিয়েছিল সেটিও শেষ হয়ে গেছে।

জাপানের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো সুনামি পর্যবেক্ষণ করছেন এবং কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তাই উপকূলীয় এলাকার মানুষকে উপকূল থেকে দূরে সরে গিয়ে উঁচু স্থানে থাকতে বলেছেন তারা।

পূর্ব অভিজ্ঞতা থেকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, যে মাত্রার ভূমিকম্প হয়েছে সেটির প্রভাবে বড় সুনামি হওয়ার শঙ্কা অন্তত একদিন থাকবে।

জাপান ও ফিলিপাইনের মতো রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলেও সুনামির সর্বোচ্চ সতর্কতা নামিয়ে ফেলা হয়েছে। ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার কামাচাটকা উপদ্বীপে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

সূত্র: আলজাজিরা, বিবিসি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট