1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

জাবিতে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় মওলানা ভাসানী হল-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

জানা যায়, সাভারের পাথালিয়া ইউনিয়নে আয়োজিত একটি মতবিনিময় সভা শেষে সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঙ্গে দেখা করতে যান কয়েকজন নেতাকর্মী। এ সময় বহিষ্কারের কারণ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর অনিক তার কর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য বলেন, গেরুয়া বাজারে ছাত্রদলের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে এ ঘটনায় কারও শারীরিক ক্ষতি হয়নি। পরবর্তীতে তারা ক্যাম্পাসে প্রবেশ করলে ওই গ্রুপ পালিয়ে যায়।

তবে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক এ ঘটনাকে ছাত্রলীগের হামলা বলে দাবি করেছেন। তিনি বলেন, আমরা মতবিনিময় সভা শেষে গেরুয়ার একটি হোটেলে খাওয়া-দাওয়া করছিলাম। এ সময় মুখোশধারী কিছু ছাত্রলীগ নেতা আমাদের ওপর অতর্কিত হামলার চেষ্টা করে। পরবর্তীতে আমরা ক্যাম্পাসে ফিরে মিছিল করি। এই ঘটনার সঙ্গে বহিষ্কারের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সহ্য করা হবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে। যদি অছাত্ররা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি এবং ছয় নেতাকে বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট