1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

জামায়াত আমিরের ক্ষমা চাওয়াকে সাধুবাদ জানিয়েছে এলডিপি মহাসচিব

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

১৯৪৭ থেকে আজ পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডের জন্য সম্প্রতি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এ নিঃশর্ত ক্ষমা চাওয়াকে সাধুবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

শুক্রবার (২৭ জুন) বিকালে কুমিল্লার চান্দিনায় পৌর এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

 

ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে জামায়াতের আমির দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চান। এ ক্ষমা চাওয়াটা একটি রাজনৈতিক ব্যক্তির আদর্শ ও নিদর্শন।  স্বাধীনতার এতো বছর পরে যখন তারা নিজেদের ভুল ও ত্রুটি উপলব্ধি করে জাতির কাছে ক্ষমা চাইতে পারে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি সেটা অবশ্যই ক্ষমার যোগ্য। আমি ও আমার দলের পক্ষ থেকে তাকে (জামায়াত আমির) সাধুবাদ জানাই।’

 

এলডিপি মহাসচিব বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া অন্তর্বর্তী সরকারের মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার নেই। যখন কোনো নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর দেওয়া যায় কি না।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট