জামালপুরের মাদারগঞ্জে টিসিবির পণ্য পাচার করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে টিসিবির ৮০ বস্তা চাল-ডালসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।
মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল ও ডাল পাচারের জন্য একটি ঘরের ভেতর সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছিল। গোপন
তথ্যের ভিত্তিতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বস্তা চাল ও ডালসহ তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঢাকা পোস্টকে বলেন, পাচার করা সময় টিসিবির ৮০ বস্তা চাল-ডালসহ এর সঙ্গে জড়িতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক
করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।