1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

জামালপুর ২৮ পিস ইয়াবাসহ এক নারী আটক

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

জামালপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই)বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোহেব্বুল্লাহ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জামালপুর মেডিকেল কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে হ্যাপি(২৮)কে আটক করা হয়।আটক হ্যাপি(২৮) শহরের লাঙ্গলজোড়া এলাকার মৃত সাদেক আলীর মেয়ে।


জামালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোহেব্বুল্লাহ জানান,আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে তাকে আটক করা হয৷এসময় তার কাছে ২৮ পিস ইয়াবা পাওয়া যায়।আটক সেই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ফয়সল মোঃ আতিক জানান, ২৮ পিস ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট