1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত অনেকেই

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও অনেক যাত্রী। 

রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় বাডেন-ভুরটেমবার্গ রাজ্যের রিডলিঙ্গেন শহরের কাছে একটি বনাঞ্চল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিল।

যাত্রীবাহী ট্রেনটি জার্মান শহর সিগমারিংগেন থেকে উলম শহরে যাওয়ার সময় একটি বনাঞ্চলে লাইনচ্যুত হয়।

প্রাথমিকভাবে পুলিশ চারজনে নিহতের খবর দিয়েছিলেন।  তবে পরে তারা তিনজন নিহতের বিষয়ে তাদের বক্তব্য সংশোধন করেছেন।

কর্তৃপক্ষ আহতদের সংখ্যা বা তারা কতটা গুরুতর আহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়েছে।  যদিও ট্যাবলয়েড বিল্ড জরুরি কর্মীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুর্ঘটনায়  ৫০ জন আহত হয়েছেন।

জার্মান রেল অপারেটর ‘ডয়চে বাহন’ বেশ কয়েকজনের মৃত্যু এবং অসংখ্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।  দুটি ট্রেনের বগি ‘অজানা কারণে’ লাইনচ্যুত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

অপারেটরটি জানিয়েছে, কর্তৃপক্ষ বর্তমানে বিষয়টি তদন্ত করছে এবং ৪০ কিলোমিটার (২৫ মাইল) পথ জুড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জার্মান গণমাধ্যম জানিয়েছে, আবহাওয়া পরিষেবা অনুসারে, এই অঞ্চলে তীব্র ঝড় বয়ে যাওয়ার কারণে ভূমিধসের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

দুর্ঘটনাস্থলের ফুটেজে হলুদ ও ধূসর রঙের ট্রেনের বগিগুলোকে লাইনের পাশে পড়ে থাকতে দেখা গেছে।  অন্যদিকে অগ্নিনির্বাপক এবং জরুরি পরিষেবাগুলো যাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি আরও বলেন, তিনি স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রী উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং ‘জরুরি পরিষেবাগুলোকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার’ জন্য নির্দেশ দিয়েছে।

খবর এনডিটিভির। 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট