1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

জাল টাকাসহ আটক ১

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সিগনাল কলোনি তিন নাম্বার রেলগেট থেকে ফরহাদ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮৯ হাজার জাল টাকা জব্দ করা হয়। সোমবার দুপুরে ওই যুবককে আটক করা হয়।

ফরহাদ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গোরামী বাড়ির ছিদ্দিক গোরামীর ছেলে। পুলিশের দাবি, ফরহাদ দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে।

 

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ জানান, জাল টাকার খবরে সোমবার দুপুরে পুলিশের একটি দল সিগনাল কলোনি তিন নাম্বার রেলগেট সড়কে অবস্থান নেয়। এ সময় এক যুবকের গতিবিধি সন্দেহ হলে তার গতিরোধ করা হয়। ওই যুবকের কাঁধে থাকা থেকে ৮৯ হাজার জাল টাকা জব্দ করা হয়। আটক করা হয় ওই যুবককে।

 

ওসি বলেন, ঈদকে সামনে রেখে একটি চক্র জাল নোট বাজারে চালিয়ে প্রতারণা করে। সেই চক্রের সদস্য ফরহাদ। তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট