1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

জাহিরের সঙ্গে বিয়ের পর সোনাক্ষী কি ধর্মান্তরিত হয়েছিলেন?

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

গত বছর ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেন বলিউড বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। না আক্ষরিক অর্থে পিঁড়িতে বসতে হয়নি তাকে। কোনো ধর্মীয় আচার ছিল না সোনাক্ষীর বিয়েতে। তাই আইনি বিয়ে সেরে এক জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকা দম্পতি।

ভিন্নধর্মে বিয়ে করছেন সোনাক্ষী, তা নিয়ে সিনহা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে আসেননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ। জাহিরকে বিয়ে করে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে অভিনেত্রীকে?

 

একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন। তাই ধর্ম নিয়ে আলোচনা হয়নি তাদের মধ্যে। যদিও জাহিরের সঙ্গে নিয়াজে বসেন সোনাক্ষী। এটি ইসলাম ধর্মাবলম্বীদের একটি উপাচার। একইভাবে জাহির সোনাক্ষীর সঙ্গে বসেন দীপাবলির পূজায়। শত্রুঘ্নকন্যার সাফ কথা— দুটো মানুষ একে অপরকে ভালোবেসেছে, তাই তারা বিয়ে করেছে। আমাদের সম্পর্কের মাঝে ধর্ম কখনই অন্তরায় হয়ে দাঁড়ায়নি। আমি যেমন ওর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ঠিক একই অনুভূতিও আমার ধর্মের প্রতি। আমরা বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছি। ধর্মান্তরিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট