1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

ঝগড়া করে বাবার বাড়ি চলে গেলেন স্ত্রী, ফাঁস নিলেন স্বামী

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইজাবুল (৪৫) নামে এক ব্যক্তি।  মঙ্গলবার (২০ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইজাবুল টংগিবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার চড়ইকুড়ি গ্রামের মহিবুল ইসলামের ছেলে। স্ত্রী ইয়াসমিনের (৩৬) সাথে  প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত তার। গতকাল সোমবার (১৯ মে) ইজাবুল শ্রমিকের কাজ করে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে  ইয়াসমিন রাগ করে রাত ৯টার দিকে বাবার বাড়ি মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর গ্রামের লাল চানের বাসায় চলে যান।

পরে ইজাবুল ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ওই বাড়ির লোকজন দেখতে পায় ইজাবুল ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাাগিয়ে ঝুলে রয়েছে। পরে বাড়ির লোকজন তার স্ত্রী ও টংগিবাড়ী থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট