ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (১৮ জুলাই) রাজউক সূত্রে জানা গেছে, সম্প্রতি এ সংক্রান্ত এক একটি অফিস আদেশ জারি করেছে সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ বি এম এছছানুল মামুন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পের সেক্টর নং ১, ২, ৪, ৫ ও ৬ এ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ কর্তৃক দুটি সাব-স্টেশনসহ বিদ্যুৎ সরবরাহ লাইন এবং ঢাকা ওয়াসা কর্তৃক দুটি ডিপ টিউবওয়েলসহ পানি সরবরাহের লাইন নির্মাণ করা হয়েছে।
বরাদ্দগ্রহীতাগণ আবেদন করলে সংশ্লিষ্ট সংস্থা সংযোগ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বরাদ্দগ্রহীতাগণ প্লটের ইজারা, লিজ দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ) বিধিমালা, ২০২৪ এর বিধি ৯ মোতাবেক বাড়ি নির্মাণ করতে হবে। আর তা না হলে বিধি মোতাবেক জরিমানা, প্লট বরাদ্দ বাতিল করা হবে।
Leave a Reply