1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে নলচর গ্রামে হওয়া এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করত চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল বারেক (৬৫) ও একই ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ রবি (৩৫)। বালু তোলা নিয়ে সম্প্রতি মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে।

 

বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় তারা। এ সময় টেটা দিয়ে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

 

চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির বলেন, সংঘর্ষের সময় দু’পক্ষই টেটা যুদ্ধে লিপ্ত হয়। আহতদের মধ্যে একজন চোখে মুখে টেটা বিদ্ধ হয়েছে। তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

 

মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। সেখানকার পরিস্থিতি এখন শান্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট