1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

টেস্টে ছোট দলগুলোকে সুযোগ দিতে যা ভাবছে আইসিসি

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চারদিনের টেস্ট ম্যাচকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত করার চিন্তা করছে। এর মাধ্যমে ছোট দলগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে চায় তারা।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৭ ডব্লিউটিসি চক্রে আপাতত শুধু পাঁচদিনের ম্যাচই অনুমোদিত। এই নিয়মের কারণে অনেক দেশই সংক্ষিপ্ত সফর ও দুই ম্যাচের সিরিজ খেলতে বাধ্য হচ্ছে।

নতুন চক্রে অংশ নেওয়া নয়টি দলের মধ্যে ২৭টি সিরিজের সূচি রয়েছে। এর মধ্যে ১৭টি সিরিজই দুই ম্যাচের। ছয়টি সিরিজ তিন ম্যাচের। কেবল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত—এই তিন দল একে অপরের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে।

সম্প্রতি লর্ডসে ডব্লিউটিসি ফাইনালের সময় অনুষ্ঠিত বৈঠকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ চারদিনের টেস্টের প্রতি সমর্থন দিয়েছেন বলে জানা গেছে। তাঁর এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ২০২৭-২৯ চক্রে চারদিনের টেস্টকে আনুষ্ঠানিকভাবে জায়গা দেওয়া হতে পারে।

এতে করে উদীয়মান দেশগুলোর জন্য খরচ ও সময় দুই কমে যাবে এবং বেশি ম্যাচ খেলার সুযোগ মিলবে। তবে ঐতিহ্যবাহী সিরিজগুলোতে পরিবর্তন আসবে না। অ্যাশেজ, বর্ডার–গাভাস্কার ট্রফি ও নতুন করে নামকরণ হওয়া অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি আগের মতোই পাঁচ ম্যাচের ও পাঁচদিনেরই থাকবে।

আইসিসি ২০১৭ সালেই দ্বিপাক্ষিক সিরিজে চারদিনের টেস্ট অনুমোদন দিয়েছিল। ইংল্যান্ড গত মাসে জিম্বাবুয়ের সঙ্গে ট্রেন্ট ব্রিজে চারদিনের টেস্ট খেলেছে। এর আগেও ২০১৯ ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলেছিল তারা। তবে এবার এই সংস্করণ ডব্লিউটিসিতে আনলে তা হবে এক বড় পরিবর্তন, যা আরও দীর্ঘ সিরিজ আয়োজনের পথ খুলে দেবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট