1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

ট্রাম্প-মোদির সাক্ষাৎ ঘটবে ফেব্রুয়ারিতে

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ ঘটবে আগামী ফেব্রুয়ারিতে। সোমবার ট্রাম্প নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ফ্লোরিডার সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ট্রাম্প। মার্কিন বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, “নরেন্দ্র মোদির সঙ্গে আমার আজ (সোমবার) সকালে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা হয়েছে। আগামী মাসে, অর্থাৎ ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে বরাবরই আমাদের সম্পর্ক ভালো।”

টেলিফোনে মোদির সঙ্গে কী কী ইস্যুতে কথা হয়েছে— সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতেই আমরা কথা বলেছি।”

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় সর্বশেষ বিদেশ সফরে ভারতে এসেছিলেন ট্রাম্প। ২০২০ সালের ফেব্রুয়ারির সেই সফরে গুজারাটের রাজধানী আহমেদাবাদে লাখ লাখ মানুষের সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন তিনি।

 

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ৩ জন বিদেশি নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। মোদি তাদের মধ্যে একজন।

 

 

সূত্র : এএফপি, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট