1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

ট্রেনের ইঞ্জিনে আগুন, ২ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে একটি কমিউটর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এর দুঘণ্টা পর রুটটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার সকাল ৯টা ৪৫মিনিট সময়ে ধলা স্টেশনে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়।

গফরগাঁও স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হরুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইঞ্জিনে আগুনের ফলে ঢাকা-ময়মনসিংহয়ে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।’

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে যায়। স্থানীয়দের সহায়তায় ট্রেন চালক ও পরিচালক (গার্ড) অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভায়।’

তিনি আরও বলেন, ‘আগুনের জেরে ঢাকা-ময়মনসিংহ রুটে দুই ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ থাকে। এতে করে গফরগাঁও স্টেশনে তিস্তা এক্সপ্রেস, আউলিয়ার নগর স্টেশনে ঢাকাগামী  ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট