চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মূল ট্রেন থেকে গার্ড ব্রেক বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে গোমদণ্ডী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনটি বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন এলাকায় পৌঁছালে গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায়। এতে মূল ট্রেন থেকে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বগিটিতে ট্রেনের গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। দুর্ঘটনার পর ৩০ মিনিট ট্রেনটি ঘটনাস্থলে আটকে থাকে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখেই মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়নি প্রবাল এক্সপ্রেস। ট্রেনটি বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করার কথা ছিল। যথাসময়ে ছেড়ে না যাওয়ায় ওই ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি সরিয়ে নেওয়া হচ্ছে। এরপর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সচল হবে।