1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজ সজীব বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের নানুহার গ্রামের মহেন্দ্র নাথ রায়ের ৩য় পুত্র সজীব বর্মন(২২)কে ১ মাস পেরিয়ে গেলেও নিখোঁজ সজীব বর্মনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে।

জানা যায়,সজীব বর্মনের পিতা মহেন্দ্র নাথ রায় বলেন, ১৭/০৭/২০২৫ ইং তারিখে সকাল অনুমান ১১.০০ঘটিকার সময় সকলের অগোচরে নিখোঁজ হয়।নিখোঁজের পরে মহেন্দ্র নাথ রায় তার আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব, বিভিন্ন গ্রাম গঞ্জে অনেক খোঁজার পরে কোথাও সজীব বর্মনকে খুঁজে না পেয়ে গত ২৫/০৭/২০২৫ ইং তারিখে পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। যাহার পীরগঞ্জ থানার ডায়েরি নং-১০২৪।তবে বর্তমানে সজীব কে খুঁজে না পাওয়ায় মহেন্দ্র নাথ রায় অনেক মানুষিক দুশ্চিন্তায় মহাকষ্টে দিনাতিপাত করছেন।বিষয়টি সকলের প্রতি অবগত করতে সাংবাদিক কে বলেন আমি আমার ছেলে সজীব কে ১ মাস পেরিয়ে গেলেও নিখোঁজ সজীব কে আর কোথাও খুঁজে পাচ্ছি না। তাই কোন সহৃদয়বান সজীব বর্মনের সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। যোগাযোগের ঠিকানাঃমহেন্দ্র নাথ রায় গ্রামঃনাানুহার থানাঃপীরগঞ্জ,জেলাঃঠাকুরগাঁও মোবাইল নাম্বার-০১৮৪৩১৬০০৭২

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট