1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে গুনে গুনে ঘুষ নেন সার্ভেয়ার, ভিডিও ভাইরাল

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। যে কোনো কাজ করতে গেলে সেবাপ্রত্যাশীদের আগে কর্মকর্তা ও কর্মচারীদের টাকা দিয়ে খুশি করাতে হয়।

নামজারি করে দেওয়ার নামে এক সেবাপ্রত্যাশীর কাছ থেকে ১৬ হাজার টাকা গুনে নিয়েছেন রাণীশংকৈল উপজেলার ভূমি অফিসে সার্ভেয়ার আবুল কালাম আজাদ। সম্প্রতি অফিসে বসে টাকা গুনে নেওয়ার এক মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম আজাদ নিজ অফিসে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে থুতু দিয়ে গুনে গুনে নিচ্ছেন।

জানা গেছে, ২০২৩ সালের ২০ নভেম্বর এ উপজেলায় যোগদানের পর থেকেই সার্ভেয়ার আবুল কালাম আজাদ বেপরোয়া হয় ওঠেন। যে কোনো কাজ করতে গেলে টাকা ছাড়া কোনো কাজ করে না। এর আগে সার্ভেয়ারের বিরুদ্ধে কয়েকজন অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ফি দিয়েও সেবাগ্রহীতাদের আবুল কালাম আজাদকে অতিরিক্ত টাকা দিতে হয়। তা না হলে ফাইল পড়ে থাকে ভূমি অফিসে। এক সময় সেই ফাইল ধুলোয় চাপা পড়ে। আবুল কালাম আজাদ আবদুল কাদির প্রতি ফাইলে তিন গুণ টাকা নেন। এ টাকা দিতে গিয়ে সেবাগ্রহীতাদের ধারদেনা করতে হয়।

তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে সার্ভেয়ার আবুল কালাম বলেন, টাকা নেওয়ার ভিডিওটি ঘুষের নয়, ওই টাকাগুলো হাওলাদি টাকা।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিউল মাজলুবিন রহমান বলেন, ভূমি অফিসের সেই টাকা লেনদেনের ভিডিওটি দেখেছি, অফিস খোলার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট