1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি স্বর্ণের দোকানে তল্লাশির চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া বাজারের একটি স্বর্ণের দোকান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

দুই ব্যক্তি হলেন- নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর আহমেদ (৩০) ও নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান হোসেন (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর একটার দিকে চাঁনপাড়া বাজারের তানিশা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে সাগর আহমেদ ও ইমরান হোসেন যান। তারা ওই দোকানের মালিক তাপস পালের কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। ওই দোকানে অবৈধ স্বর্ণের বার আছে বলে তল্লাশি করার চেষ্টা করেন এবং চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে, লোকজন সেখানে জড়ো হয়ে জুয়েলার্স দোকানের ভেতরে দুইজনকে আটকে রেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুইজনকে গ্রেপ্তার করেন। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ভুয়া দুই ডিবি পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা জেলা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট