
ফেনীর দাগনভূঞায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে অভিযান পরিচালনা করেছেন দাগনভূঞা পৌরসভা।
বৃহস্পতিবার (০৯অক্টোবর ) এই কর্মসূচি পালন করা হয়।দাগনভূঞা পৌরসভা আওতাধীন ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেলি বাহির করা হয়।
রেলিটি হাসপাতালের সড়ক হয়ে ফেনী দাগনভূঞা মহাসড়কে এসে শেষ হয়। এ-সময় পৌর প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে পরিচ্ছন্ন কর্মীরা সড়কে ফেলে রাখা ময়লা পরিষ্কার করেন এবং এডিস মশা নিধনে স্প্রে করেন।
ডেঙ্গু প্রতিরোধ অভিযানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে পৌর প্রশাসক বলেন, দাগনভূঞা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হবে।