বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় শুক্রবারের আয়োজন করে জাতীয় শিক্ষাসেবা পরিষদ (জাশিপ)।
জাশিপ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. জাকির হোসেন তালুকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাশিপ প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসনান আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন ড. হাসনান আহমেদ, ড. মিজানুর রহমান, আনিসুর রহমান, ড. আবু সুফিয়ান রওশন বুলবুল, অধ্যাপক হাসনাত জাহান, অধ্যাপক মো. আব্দুল্লাহ আবু তারেক, ড. আবুল বাশার খান, ড. জহির রায়হান, আব্দুল হান্নান জোয়ারদার, অধ্যাপক ড. ফারুক আহমেদ হাওলাদার, অধ্যাপক ড. ওমর ফারুক, অধ্যাপক ড. আবু তালেব, অধ্যাপক ড. কামাল হোসেন, আতাউল্লাহ খান, টি এম আহমেদ হোসেন, বদরুল হায়দার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, বিজ্ঞান ও ধর্মকে অপূর্ব বিশ্লেষণের মাধ্যমে একই সুতোয় গেঁথে দিতেন অধ্যাপক ড. এম. শমশের আলী। তার বক্তব্য ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত হয়ে মানুষকে শিক্ষা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করত। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক।
ড. এম. শমশের আলী ৩ আগস্ট ৮৭ বছর বয়সে মারা যান। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের শিক্ষাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষকে শিক্ষার আলো পৌঁছে দিতে অসামান্য অবদান রেখেছেন।
Leave a Reply