1. info@www.tarangotv.com : TV :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

ঢাকায় পাকিস্তানি জেনারেলের জন্য লাল গালিচা সংবর্ধনা , দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

পাকিস্তান সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হায়দার আগামীকাল ৬ অক্টোবর এক সরকারি সফরে ঢাকায় আসছেন।

 

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই হতে যাচ্ছে কোনো পাকিস্তানি জেনারেলের সর্বোচ্চ পর্যায়ের সফর। এই সফরকে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক নতুন করে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রাওয়ালপিন্ডির কাছে চাকলালায় অবস্থিত জয়েন্ট স্টাফের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বরত লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হায়দারকে স্বাগত জানাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সফরের বিস্তারিত কর্মসূচি:
কর্মসূচি অনুযায়ী, জেনারেল হায়দার আগামীকাল ৬ অক্টোবর রাত ১১:৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তাকে হোটেল র‌্যাডিসন ব্লু-তে নিয়ে যাওয়া হবে।

সফরের প্রধান কার্যক্রম শুরু হবে পরদিন, ৭ অক্টোবর। সকালে তাকে সেনা কুঞ্জে গার্ড অফ অনার প্রদান করা হবে। এরপর তিনি সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) কমপ্লেক্সে এএফডি প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে তিনি বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর সদর দপ্তরও পরিদর্শন করবেন। তার সম্মানে বিমানবাহিনীর পক্ষ থেকে একটি ‘ওয়ার্কিং লাঞ্চ’ এবং সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

৮ অক্টোবর সকালে জেনারেল হায়দার ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করবেন। এরপর তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি বেওয়াচ হোটেলে অবস্থান করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজিত একটি নৈশভোজে অংশ নেবেন। ৯ অক্টোবর সন্ধ্যায় তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পূর্ববর্তী সফর ও প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত ৮ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এর আগে জানুয়ারি মাসে পাকিস্তান আইএসআই-এর মেজর জেনারেল শহীদ আমির আফসার ও মেজর জেনারেল আলম আমির আওয়ান বাংলাদেশ সফর করেন। এরপর জুন মাসে পাকিস্তান সেনাবাহিনীর তিনজন ব্রিগেডিয়ার কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর পরিদর্শন করেন। সম্প্রতি আরও তিনজন পাকিস্তানি মেজর জেনারেল ঢাকা সফর করলেও তাদের পরিচয় ও সফরের উদ্দেশ্য গোপন রাখা হয়।

লে. জে. তাবাসসুম হায়দারের পরিচয়:
লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হায়দার ১৯৯১ সালে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারিতে কমিশন লাভ করেন। তিনি পাকিস্তানের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, কোয়েটা এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস স্টাফ কলেজ থেকে স্নাতক।

এছাড়া তিনি কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, ইসলামাবাদ থেকে পাবলিক পলিসি ও স্ট্র্যাটেজিক সিকিউরিটি ম্যানেজমেন্টে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টেও পড়াশোনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট