ঢাকা আরিচা মহাসরকে বেপরোয়া সেলফি পরিবহনের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর।
সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা আরিচা মহাসরকের এক আতংকের নাম সেলফি পরিবহন । প্রতিনিয়ত ঢাকা আরিচা মহাসরকে সেলফি পরিবহন যেন সাধারণ মানুষের এর মরন ফাদ তৈরি করছে।
ওভার স্পিডের কারণে, ফিটনেস বিহীন গাড়ি নিয়ে ছুটে চলে এই রাস্তায়, একিই ব্যানারের সেলফি বাস ৭৬ কিলোমিটারের রাস্তায় ৪০০ বাস।
সেলফির দাপটে এই রাস্তায় অন্য কোন ব্যানারের বাস যেন তাদের কাছে হাতের ময়লা কেবল, কাউন্টার থেকে প্রতি ৩/৪ মিনিট পর পর বাস ছাড়ে যার কারণে একে অপরের সাথে প্রতিযোগিতায় নামে, এর ফলশ্রুতিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।