1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

তাবলিগ-জামাতের বিভেদ নিরসনে ৩ প্রস্তাব

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

তাবলিগ-জামাতের বিভেদ নিরসনে সরকারের কাছে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধান চেয়েছে তাবলিগ জামাতের শিক্ষার্থীদের একটি অংশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘সচেতন ছাত্র সমাজ’ নামক ব্যানারে তিনটি প্রস্তাবনা তুলে ধরেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর আরাফাত রহমান।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিনিধি তাবলীগ-জামাতের বর্তমান বিভেদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তারা দাবি করেন, সম্প্রতি দেশব্যাপী তাবলিগ-জামাতের পক্ষগুলোর মধ্যে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে যা মুসলিম সমাজের ঐক্য ও শান্তির জন্য হুমকি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে গত ১৮ ডিসেম্বরের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট