1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

তিন কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা দিনমজুর দম্পতি

নিজস্ব প্রতিবেদক রংপুর
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিতু মনি (২৩) নামে এক গৃহবধূ। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। রিতু মনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী কাপরিয়াপাড়া গ্রামের দিনমজুর সবুজ মিয়ার স্ত্রী।

 তাদের নাম রাখা হয়েছে সাজেদা আক্তার রোয়াইনা, সাদিয়া আক্তার রোয়ানা ও সানজিদা আক্তার রোমানা।

বর্তমানে তিন জমজ শিশুসন্তান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সজিব-রিতু দম্পতির। তিন নবজাতক ও স্ত্রীর প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসার পাশাাপাশি সংসারের প্রতিদিনের খরচাপাতি নিয়ে দিশেহারা সজিব মিয়া। ভরণপোষণ জোগাতে না পারার কষ্টের সাথে নবজাতকদের আহাজারিতে ভারি হচ্ছে অসহায় এই দম্পতির একেকটি দিন। তারা এ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা চান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রসব বেদনা শুরু হলে রিতু মনিকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূর স্বামী সজিব মিয়া জানান, বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্য সংখ্যা নয়জন। বসতভিটা ছাড়া আমার কিছুই নেই। আল্লাহ একসঙ্গে তিনটি কন্যা সন্তানের বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। কৃষিকাজের ওপর চলে আমার সংসার। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে পরিবারের ওপর চাপ কমবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সজিব মিয়ার প্রতিবেশীরা জানান, বাড়িতে ফেরার পর থেকে এলাকায় হৈ চৈ পড়ে গেছে। একসঙ্গে তিন কন্যা সন্তান পুরো উপজেলাতে কারও হয়নি। তাই আগ্রহ নিয়ে সবাই দেখতে আসছে। পরিবারটির আর্থিক অবস্থা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন অনেকেই।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান, এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে। একই সাথে সমাজের সামর্থ্যবান মানুষদেরও এই পরিবারের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট