1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন

তিন দিনে কত আয় করল রাজকুমারের ভুল চুক মাফ?

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

সদ্যই মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত বলিউড সিনেমা ‘ভুল চুক মাফ’। ছবির বক্স অফিস সফরের শুরুটা খুবই ঢিলে তালে শুরু হয়েছিল, যদিও শেষদিনে বেড়েছে আয়ের গতি।

জানা গেছে, ‘ভুল চুক মাফ’ ছবিটি গত রোববার অর্থাৎ মুক্তির পর তৃতীয় দিন বক্স অফিসে ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে- স্যাচনিল্কের রিপোর্ট বলছে এমনটাই। ফলে তিন দিনের পর বর্তমানে রাজকুমার রাও অভিনীত এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে।

মুক্তির দিনে ছবিটি ৭ কোটি দিয়ে খাতা খোলে। দ্বিতীয় দিনে অনেকটাই বাড়ে আয়ের পরিমাণ। এদিন ৯ কোটি ৫০ লাখের ব্যবসা করে ছবিটি। রোববার সেটা আরও অনেকটাই বাড়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘ভুল চুক মাফ’ ছবিটি মূলত ইভিনিং শোগুলোতেই দর্শকরা বেশি দেখছেন। এ সময় অকুপেন্সি ৪৩.৯৬ শতাংশ থাকছে। তারপর দুপুরের শো, সেই সময় হলগুলোতে ৩৫.৫১ শতাংশ দর্শক থাকতে দেখা গেছে। রাত এবং সকালের শোগুলোতে তুলনামূলক কম দর্শক দেখা যাচ্ছে।

‘ভুল চুক মাফ’ ছবিটি রাজকুমার রাওয়ের আগের ছবি অর্থাৎ ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো পারফর্ম করছে বক্স অফিসে। সেই ছবিটি বক্স অফিসে প্রথম দিন ৫ কোটি ৫০ লাখের ব্যবসা করেছিল। আর দ্বিতীয় দিন আয়ের পরিমাণ ছিল ৬ কোটি ৯০ লাখ রুপি।

‘ভুল চুক মাফ’ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট