1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

তীব্র সমালোচনা করলেন রাহুল গান্ধী ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধানের

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ভারতের স্বাধীনতা নিয়ে করা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীটির নেতা ‘১৯৪৭ সালে নয়, বরং অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনই ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে’ বলে মন্তব্য করায় এই সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, বিশ্বের অন্য কোনও দেশে এমন মন্তব্য করা হলে এতক্ষণে মোহন ভাগবতকে গ্রেপ্তার করা হতো।

রাহুল গান্ধী বলেন, ‘‘মোহন ভাগবত দুই-তিন দিন পরপর জাতিকে ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা আন্দোলন নিয়ে ঔদ্ধত্যের সঙ্গে নিজের ভাবনার কথা শোনাচ্ছেন। তিনি গতকাল যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা। কারণ তিনি বলছেন, সংবিধান অবৈধ। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য যা করা হয়েছে, তার সবই অবৈধ ছিল এবং এই কথা প্রকাশ্যে বলছেন তিনি। অন্য কোনও দেশে হলে তিনি এতক্ষণে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হতেন।’’

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি এটা বলা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অপমানজনক। এখন সময় এসেছে আমাদের এসব বাজে কথা শোনা ও বলা বন্ধ করব। কংগ্রেস দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশ গড়ে তুলেছে। সংবিধানকে ভিত্তি করেই সেসব সফল করেছে।’’

গত সোমবার ইন্দোরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইকে জাতীয় দেবী অহিল্যা পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন ভাগবত। সেখানে এক সমাবেশে ভাষণ দিতি গিয়ে তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে ‘‘প্রতিষ্ঠা দ্বাদশী’’ হিসাবে উদযাপন করা উচিত। কারণ এটিই ভারতের ‘‘সত্যিকারের স্বাধীনতাকে’’ তুলে ধরে।

মোহন ভাগবত বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল ভারত। আমরা একটি সংবিধানও এনেছিলাম। কিন্তু এই সংবিধান মেনে দেশ চলেনি।

আরএসএস প্রধানের স্বাধীনতা নিয়ে করা মন্তব্যের রাহুল গান্ধী তীব্র সমালোচনা করলেও দেশটির কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠন বলেছে, সংঘপ্রধানের মন্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আরএসএস বলেছে, রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে দেশবাসীর আত্মজাগরণের দিন হিসাবে তুলে ধরার কথা বলেছিলেন মোহন ভাগবত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট