1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

তুরাগ নদে মিলল যুবকের লাশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কামারপাড়া সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ওই ব্যক্তির নাম ওলি (৪৩)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ওসমান পুর গ্রামের আব্দুল আউয়ালের  ছেলে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কামারপাড়া সেতুর নিচে নদের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌ-পুলিশের খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

 

শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাশেম আলী বলেন, ‘মৃতের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় টঙ্গীর পশ্চিম থানায় একটি মামলা করা হবে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট