1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

তেহরানে ইসরাইলি আগ্রাসনে নিহত শহীদদের গণজানাজা সম্পন্ন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ইসরাইলি আগ্রাসনে শহীদ হওয়া ৬০ জনেরও বেশি ইরানির জন্য শনিবার সকালে তেহরানে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ।

 

তেহরানের এই জানাজায় শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, সাংবাদিক এবং বহু নারী-শিশুসহ সাধারণ নাগরিকদের জন্য শোকাহত জনতা অংশ নেন। শহীদদের ইরানের পতাকায় মোড়ানো কফিন তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আজাদি (মুক্তি) স্কয়ার পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া হয়।

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানাজায় উপস্থিত ছিলেন।

 

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন ইসরাইল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং দেশটির পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানীসহ ৬০০ জনের বেশি মানুষ শহীদ হন।

 

এর জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে ২২ দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

 

২৪ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত সাময়িকভাবে থেমেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট