1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

তোমাকে পেয়ে আমরা ধন্য : রাধিকা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। মা হওয়া নিয়ে নাকি অতিরিক্ত আবেগ নেই তার বরং জীবনটাকে জীবনের মতো করেই দেখতে চান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, এক দিকে যেমন এক নতুন মায়ের লড়াইয়ের, তেমনই এক মহিলার নিজের মতো করে বাঁচতে চাওয়ার। মঙ্গলবার বিকেলেই রাধিকা নেটিজেনদের মাঝে ভাগ করে নিলেন তার ভালোবাসার কথা।

আসলে মঙ্গলবারই রাধিকার স্বামী বেনেডিক্ট টেলরের জন্মদিন। ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানিয়ে রাধিকা ভাগ করে নিয়েছেন একটি ছবি, যেখানে মুঠো পাকিয়ে রেখেছে তার মেয়ে। আর সেই মুঠোতেই নিজের মুঠো নিয়ে গিয়ে ঠেকিয়ে রেখেছেন ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলর।

বাবা-মেয়ের এই মিষ্টি ছবির সঙ্গে রাধিকা লিখেছেন, ‘বড় হাতের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালোবাসি এবং আমাদের খুবই সৌভাগ্য যে তোমাকে পেয়েছি।’ বোঝাই যাচ্ছে, নিজের সঙ্গেই জুড়ে নিয়েছেন ছেলের বক্তব্য।

 

হ্যাশট্যাগে রাধিকা লিখেছেন ‘ফেভরিট পারসন’ (প্রিয় মানুষ) শব্দবন্ধও। অভিনেত্রীর পোস্টে তার অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন বেনেডিক্টকে। এক অনুরাগী সংগীতশিল্পীকে উল্লেখ করেই লিখেছেন, ‘শুভ জন্মদিন পাপা।’

 

প্রসঙ্গত, ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে থাকা শুরু করেন রাধিকা। পরে জানা যায় ২০১২-১৩ সালের সময় তারা বিয়ে করেন। এর প্রায় ১২ বছর পর ২০২৪ সালে মা হয়েছেন রাধিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট