সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে স্ট্রোক করে উপ-পরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। তিনি সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় ডিউটির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপ-পরিদর্শক সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল গফুর মন্ডল। শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইনসে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জানাজায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, রাতের ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এসআই সাঈদুজ্জামান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ বলেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
Leave a Reply