1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

দায়িত্বে অবহেলায় শিশুর মৃত্যু, তিন নার্সকে অব্যাহতি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নার্সের অবহেলায় আয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন নার্সকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া নার্সরা হলেন- আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।

মৃত শিশুর পিতা রহনপুর পৌর এলাকার  মুক্তাশা হলপাড়ার আমিন বলেন, বুধবার বিকালে পাতলা পায়খানাজনিত কারণে শিশুপুত্র আয়ানকে হাসপাতালে ভর্তি করাই। শুক্রবার রাতে স্যালাইন শেষ হলে বিষয়টি নার্সদের কাছে জানালে তারা বলে; স্যালাইন লাগবে না। এ সময় বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন তারা।  পরে শনিবার সকালে আয়ানের মৃত্যু হয়।

আয়ানের বাবার অভিযোগ, ‘যথাসময়ে স্যালাইন না দেওয়ায় তার শিশুর মৃত্যু হয়েছে’।

এ ঘটনায় তার স্বজনসহ এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ করেছেন। এ সময় তারা অভিযুক্ত নার্সদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দায়িত্বে থাকা তিন নার্সকে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইসমাঈল হোসেন লিংকন জানান, যারা দায়িত্বে ছিল তাদেরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।  পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট