
দিনাজপুর \ সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউজকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় ১-১২-২০২৫ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রোপাইটার মোঃ মোস্তফা। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, শহরের পাটুয়াপাড়া এলাকার মৃত আমিনুল ইসলামের পুত্র মোঃ রিপন (মোবাঃ ০১৭২৯-০০১০১৯), শান্ত, রিপন, হৃদয়, মোঃ জাকির হোসেন, মোঃ সোহাগ, শাহরিয়ার, সুচনা, লাবনী, শাহিনুর, মিনু, রুমা সেন, মোছাঃ নাছরিন, সৌরভ, মৌসুমী, মোসলেম, সিফাত, মনিরা, শিউলি, হুসনে আরা, বিউটি, কিরন, আরনিকা, জাকিয়াসহ অজ্ঞাত ১৫০/২০০ জন এবং অপরদিকে, দক্ষিন মুন্সিপাড়া (ষ্টেশনরোড) (ভাই ভাই মঞ্জিল) বাড়ীর মালিক সারোয়ার কাজীর পুত্র জাবেদ কাজী গনের বিরুদ্ধে উক্ত অভিযোগে করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, বাড়ীর মালিকের ছেলে তার বিল্ডিং এর একটি ফ্ল্যাট সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউজের প্রোপাইটার মোঃ মোস্তফা’র কাছে ভাড়া দেন। কিন্তু বাড়ীর মালিকের ছেলে অপরাপর বিবাদীগনের কু-পরামর্শে মিথ্যা ভাবে হয়রানী ও ফাসানোর জন্য তার বিল্ডিং এর ২টি ফ্লাট ভাড়া দিয়াছে অভিযোগে উল্লেখ করেছেন এবং ৬০ হাজার টাকার ফার্নিচার দিয়েছেন যা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। ভাই ভাই মঞ্জিলে একটি ফ্লাট ভাড়া নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন মোঃ মোস্তফা। গত এক বছর ধরে সাকসেস ভিশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ব্যবসার নামে টাকা গ্রহণ করে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখছিল।
কিন্তু হঠাৎ করে গত ১৬/১১/২০২৫ ইং তারিখে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রাকাত আলী প্রিন্স চাতুর্যের মাধ্যমে গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে অফিসে তালা বন্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় বহু গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। কিন্তু দুঃখ জনকভাবে দেখা যায় যে, গত ১৬/১১/২০২৫ ইং তারিখ রাতেই দিনাজপুর কোতয়ালী থানায় একটি কু-চক্রী মহলের মদদপুষ্ট হয়ে সাকসেস ভিশন লিমিটেড এমডি রাকাত আলী প্রিন্সকে বাচানোর চেষ্টায় তার প্রতিষ্ঠানের সদস্যরা সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউজ এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেন। প্রকৃত প্রতারণামূলক প্রতিষ্ঠান সাকসেস ভিশন লিমিটেড এর বিরুদ্ধে অভিযোগ না করে, কয়েকজন ভুক্তভোগী একটি কু-চক্র মহলের খপ্পরে পড়ে তথ্য ও প্রমান ছাড়াই সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউজ এর প্রোপ্রাইটর “মোঃ মোস্তফা”র বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অভিযোগ উত্থাপন করেছেন। অথচ এ ঘটনার সাথে সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট নন মোঃ মোস্তফা। তিনি তার ব্যবসা স্বতন্ত্র, এবং সাকসেস ভিশন লিমিটেডের সাথে কোনো ব্যবসায়িক বা আর্থিক সম্পর্ক নেই।
উল্লেখ্য, ১৯ নভেম্বর দিনাজপুর প্রেসক্লাবে কিছু ভুক্তভোগী নারী-পুরুষ সংবাদ সম্মেলন করলেও সেখানে তারা বারবার সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউস-এর নাম উল্লেখ করেন, কিন্তু সাকসেস ভিশন লিমিটেডের নাম গোপন রাখেন। সাংবাদিকদের একাধিক প্রশ্নের পরেও তারা ডিস্ট্রিবিউশন হাউসের বিরুদ্ধে লেনদেনের কোনো তথ্য-প্রমাণ দেখাতে পারেননি। এতে স্পষ্ট হয় ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়ার একটি সুগভীর চক্রান্ত চলছে।
সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউজ এর প্রোপ্রাইটর মোঃ মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, সাকসেস ভিশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাকাত আলী ওরফে প্রিন্স এর বিরুদ্ধে যথাযথ তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করে তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং সেই সাথে আমার বিরুদ্ধে যে বিভ্রান্তিকর অভিযোগ করা হচ্ছে, তা তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে আমাকে হয়রানি মুক্ত করা এবং ভুক্তভোগীদের টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবীও জানান তিনি
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।