1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

‘করণ অর্জুন’ ছবিটি পরিচালনা করতে গিয়ে কালঘাম ছুটেছিল বলিউড পরিচালক-প্রযোজক রাকেশ রোশনের। আর তার অন্যতম কারণ ছিল— ছবির দুই নায়ক শাহরুখ খান ও সালমান খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘দ্য রোশনস’। সেখানেই বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন নির্মাতা রাকেশ রোশন। প্রতিদিনের শুটিংয়ে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনাও করতেন বলে জানান পরিচালক।

এ ছবির গল্পের ওপর কোনো বিশ্বাসই ছিল না শাহরুখ ও সালমান খানে। এমনকি এই তথ্যচিত্রে কিং খান নিজেই স্বীকার করে বলেছেন— তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন। সেই জন্য নাকি রাকেশ রোশনের স্ত্রীর

কাছে বকুনিও খেয়েছিলেন বাদশাহ ও ভাইজান। রাকেশ ভয়ে ভয়ে থাকতেন, পরে না তিনি মাথা গরম করে ফেলেন।

পরিচালক বলেন, সব ছবিতেই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘করণ অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত। একেক দিন ভাবতাম, কেন এসব ঘটছে? তবু মেনে নিতাম।

তিনি বলেন, প্রতিদিন সকালে প্রার্থনা করতাম— আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক। আমার যেন মাথা গরম না হয়। আমার কাজটা যেন সম্পূর্ণ হয়।

নির্দিষ্ট দিনের মধ্যেই সেই ছবির কাজ শেষ করেছিলাম।

সালমান ও শাহরুখের ছবির গল্প নিয়ে কোনো আগ্রহই ছিল না উল্লেখ করে রাকেশ রোশন বলেন, ওদের কোনো আগ্রহই ছিল না। মনে আছে— একদিন একটা দৃশ্যের শুটিংয়ের সব কিছু প্রস্তুত হয়ে গেছে। সূর্য ডোবার

মুখে তখন। কিন্তু ওদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে ওরা এলো আর তাড়াহুড়ো করে শুটিং করল।

এ সিরিজে অভিজ্ঞতা শেয়ার করে নেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিংহও। তিনি বলেন, ওরা সত্যিই খুব যন্ত্রণা দিয়েছিল রাকেশকে। কোনো সহযোগিতা করেনি। এমন পরিস্থিতি দেখে রাকেশের স্ত্রী খুব বকাঝকা করেছিলেন দুই খানকে।

শাহরুখের কথায়, সালমান আর আমার মধ্যে— আমার আচরণ তুলনামূলক ভালো ছিল। অন্তত সামনে আমি ভালো ব্যবহার করতাম। আমরা দুই বাচ্চা মিলে পিতৃসম এক ব্যক্তিকে খুব জ্বালিয়েছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট