1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

দুই তরুণীকে হেনস্তা, ‘উত্ত্যক্তকারী’ রিংকু কারাগারে

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপানের কারণে দুই তরুণীর হেনস্তার ঘটনায় ‘উত্ত্যক্তকারী’ গোলাম মোস্তাকীম রিংকু নামের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার তাকে আদালতে উপস্থিত করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তার জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান রিংকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

সোমবার পুলিশ অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ফেসবুকে পোস্ট করে তথ্যটির সত্যতা নিশ্চিত করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

রাজধানীর লালমাটিয়ায় আড়ংয়ের পাশের দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে রিংকুর ‘আপত্তি’ থেকে ‘বাকবিতণ্ডা’ ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। ওই কথা কাটাকাটি থেকে মুহূর্তেই তৈরি হওয়া ৪০-৫০ জনের একটি ‘মব’ থেকে পরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

পরে মোহাম্মদপুর থানায় প্রায় চার ঘণ্টা ধরে দুই পক্ষের ‘দেন-দরবারে আপসের’ পর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।

 

এর পরদিন মিরপুরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই নারীর ওপর হামলার বিষয়ে আমি যতটুকু জানছি ওনারা না কি সিগারেট খাইতেছিল। ওই সময় কিছু লোক না কি নামাজ পড়তে যাইতেছিল। এসময় ওনারা (লোকেরা) বাঁধা দেওয়ায় তাদের ওপর চা ছুঁড়ে মারছে।

 

এই মন্তব্যকে ‘মবের উস্কানি’ আখ্যা দিয়ে ৩ মার্চ বিকালে মানিক মিয়া এভিনিউতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ‘অবিলম্বে অপসারণ’ চেয়ে তার কুশপুত্তলিকা পুড়িয়েছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র ব্যানারে একদল শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট