নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে তিনটি মামলা শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে পোশাককর্মী মিনারুল হত্যায় ৩ সেপ্টেম্বর, মো. তুহিন হত্যায় ১৩ সেপ্টেম্বর এবং নাদিম হত্যাচেষ্টার ঘটনায় ১১ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি হয়। এসব মামলায় জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন আইভীর আইনজীবীরা। সোমবার আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা দীর্ঘ সময় ধরে শুনানি করেন। শুনানি শেষে আদালত তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
এ বিষয়ে আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনাও নেই।
তিনি বলেন, আমরা আদালতকে বলেছি ৫ আগস্টের পর অনেক আওয়ামী লীগের অনেক নেতারা পালিয়েছেন; কিন্তু আইভী পালাননি। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন জানান, দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন আইভীকে কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করা হয়। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।