1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

দুদকের নতুন সচিব রহীমের যোগদান

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

রোববার (২০ জুলাই) এক প্রেস বিবৃতিতে জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৬ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব পদে পদায়ন করা হয়। এরপর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন সচিব।

সূত্র জানায়, মোহাম্মদ খালেদ রহীম চাকরি জীবনের শুরুতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগেও দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের অভিজ্ঞতা থেকে তিনি নিয়মিত আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মস্থল ও প্রশাসনিক ব্যবস্থাপনার নানা দিক নিয়ে বক্তৃতা দিয়ে থাকেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট