
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে বগুড়া জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা সফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সফিকুল ইসলামের সঙ্গে মোসা. ফাতেমা খাতুনের পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে হয়। বিয়ের পর থেকেই সফিকুল ইসলাম বিভিন্ন সময় ফাতেমা খাতুনের ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ফাতেমা খাতুন তার পিত্রালয়ের বসতঘরের বারান্দায় অবস্থানকালে সফিকুল ইসলাম তাকে বেধড়ক মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং হত্যার চেষ্টা চালান।এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন গত ৬ নভেম্বর দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-০১।
পরবর্তীতে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালত ওই মামলায় সফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে দুমকি থানা পুলিশের একটি দল বগুড়া গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।