1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির পৃথক দুটি অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদসহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬৮ এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গাজিকোনা এলাকায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবৈধ ৬৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে।

অপরদিকে নলুয়াপাড়া বিওপি’র ৬ সদস্যের আরেকটি বিশেষ টহল টিম সদর ইউনিয়নের ডাহাপাড়া এলাকায় অভিযানে মালিকবিহীন অবৈধ ১শ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে। পৃথক এই অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারিরা। তবে দুই অভিযানে সর্বমোট ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, আটককৃত মদ এবং অটোরিকশা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট