অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেছেন, দুর্নীতি দেশের উন্নয়ন, অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতির কারণে যেন সরকার প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারাই মূল সরকার। আপনাদের কাছে সবাই আসবে। সবার সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। যাদের জন্য এদেশ, এ সরকার, তাদেরকে সর্বোচ্চ সেবা দিতে হবে। তারা যাতে কোনোভাবেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকার স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য সংগ্রহ করছে। বাজারে এসব খাদ্য সরবরাহ বাড়লে অচিরেই মূল্যস্ফীতি কমে আসবে।
বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে আরও বক্তৃতা দেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির প্রমুখ।