1. info@www.tarangotv.com : TV :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

দুর্নীতি উন্নয়নের পথে প্রধান বাধা : জাকসুর জিএস মাজহারুল

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম বলেছেন, এক সময় আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। অথচ আমাদের দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা এমন একটি অবস্থানে পৌঁছাতে পারতাম, যেখান থেকে আমাদের উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হতো। কিন্তু বহিরাগত আক্রমণ, অভ্যন্তরীণ দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের কারণে আমরা এখনো উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম আরও বলেন, ২৪-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তে রঞ্জিত জনপদের আপনারা সাহসী সংগ্রামী। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন, হয়তো অন্যরা সে রকমভাবে আগে ভাবেনি। দেশ নিয়ে আপনারা যেভাবে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এই দক্ষতা অর্জনের পথে ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয় ব্রত চৌধুরী, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট